যে ট্রিকস টি জানা থাকলে আপনি যখন তখন যার তার ওয়েব সাইটে ডু মারতে পারবেন কাক পক্ষিও জানতে পারবে না।

যে ট্রিকস টি জানা থাকলে আপনি যখন তখন যার তার ওয়েব সাইটে ডু মারতে পারবেন কাক পক্ষিও জানতে পারবে না। (এ পোস্টটি শুধুমাত্র সম্পূর্ন নতুনদের জন্য, যারা জানেন তারা দুরে থাকুন।)

আমরা দৈনন্দিন জীবনে প্রতাহ ইন্টারনেট ব্যবহার করে থাকি কিন্তু ইন্টারনেটের অনেক আপডেট আমাদের জানা থাকে না। অমরা না জেনে ভুল করে ফেলি। না চাইতেই নিজের ডাটা অন্যকে দিয়ে দেই। 

আপনি হয়তো একজনের ওয়েব সাইট এ ঢুকে তার বিস্তারিত জানতে চাচ্ছেন কিন্তু পাছে ভয় পাচ্ছেন সে যদি আবার জেনে ফেলে আপনি তার সাইটে অথবা প্রফাইলে ঢুকে ছিলেন। এখন আর এমন ভয় পেতে হবে না। এবার আপনাদরে সামনে এমন একটা ট্রিকস উপস্থাপন করবো, তো আর কথা না বাড়িয়ে চলুন দেখা যাক।
আমরা এ কাজটি গুগল ক্রোম ও মজিলা ফায়ারফক্স দিয়ে করতে পারি।

#গুগল_ক্রোম
প্রথমে আপনার ব্রাউজার টি ওপেন করুন। এর পরে Customize and control Google chrome এ ক্লিক করুন। এর পরে New Incognito Window ক্লিক করুন। ব্যস এবার আপনি যা ইচ্ছা ব্রাউজ করুন। কেউ আপনার সম্পর্কে জানতে পারবে না।

#মজিলা_ফায়ার ফক্স
প্রথমে মজিলা অন করুন। তারপরে উপরে ডান কর্নার এ opera menu তে ক্লিক করুন তারপরে tracking protection অন করে দিয়ে আপনার কাজ শেষ। এবার ব্রাউজ করুন। কেউ আপনার সম্পর্কে জানতে পারবে না।
কোন কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন। ধন্যবাদ

No comments:

Post a Comment

Pages